
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের এক আলোচনা সভা সংগঠনের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরীর সভাপতিত্বে আজ সকাল ১০ টায় সংগঠনের ১২২ আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ সেলিম উদ্দীন, ক্রীড়া সম্পাদক অরূপ সেন, সহ-প্রচার সম্পাদক সাইফুল হাসান টিটু, সহ-দপ্তর সম্পাদক রাজু দাশ হিরো, সহ-সাংস্কৃতি সম্পাদক বেলাল হোসেন মিঠু, পটিয়া উপজেলা সভাপতি মোঃ বেলাল উদ্দিন এল. এল. বি, চন্দনাইশ উপজেলা আহ্বায়ক তৌহিদুল আলম, পটিয়া উপজলো সাধারণ সম্পাদক এম এ রহিম, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা সাধারণ সম্পাদক ওসমান আলী, কর্ণফুলী থানা সাধারণ সম্পাদক হাজী সেলিম হক, দক্ষিণ জেলা যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন খোকা, হাসান মাহমুদ, কুতুব উদ্দিন শাহ ইমন, সাইফুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা সহ-সভাপতি হাসান উল্লাহ চৌধুরী, মোর্শেদুল হক, মোঃ এহসান, সাতকানিয়া পৌরসভা সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিন্টু, চন্দনাইশ উপজেলা ফোরকান আহমদ, মফিজুর রহমান, টিটু বড়–য়া, সাতকানিয়া উপজেলার খোরশেদ প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, স্বাধীনতার অব্যবহিত পর আধুনিক যুব সমাজ গঠনের প্রত্যয়ে শহীদ শেখ ফজুলুল হক মনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদসহ সকল মৌলবাদ বিরোধী, স্বেরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যুবলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০১৬ সালের বিএনপি-জামাত জোটের নাশকতার বিরুদ্ধে যুবলীগ রাজপথে অবরোধ গড়ে তুলেছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয়ে নৌকা প্রতীককে বিজয় করার লক্ষ্যে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজুলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং আলোচনা সভা শেষে কেক কাটা হয়।