
আন্তর্জাতিক ডেস্ক:
বিমানের চেয়ে যদি ট্রেনে করে গন্তব্যস্থলে তাড়াতাড়ি পৌঁছানো যায় তবে তো ট্রেনেই ভালো এবার ট্রেনে করে বিমানের চেয়ে কম সময়ে পৌঁছানো সম্ভব এমন ট্রেনের উদ্বোধন করল চীন।দেশটির উপকূলীয় শহর কিয়াং ডাউতে নির্মাণ করা হয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন,….রেল কর্তৃপক্ষ জানায় নির্মাণে বৈদ্যুতিক চুম্বকিও শক্তি ব্যবহার করা হয়েছে লাইন স্পর্শ না করেই শূন্যে ভাসমান অবস্থায় চলতে পারবে ম্যাগনেট ট্রেনটি, দেশটির সবচেয়ে বেশি যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে ট্রেনটিতে অন্যান্য ট্রেনের মত এই ট্রেনটিতে কম্পন এবং শব্দদূষণ অনেক কম হবে,
এটির রক্ষণাবেক্ষণ ব্যয়ও আগের চেয়ে কমেছে অনেক গুণ।…..ঘণ্টায় ৬০০ কিলোমিটার গতিবেগ এই ম্যাগনেট ট্রেনটি বেজিং থেকে সাংহাই যেতে মাত্র আড়াই ঘন্টা সময় লাগবে যেখানে বিমানে যেতে লাগে ৩ ঘণ্টার ও বেশি সময়।