
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের চকবাজার এলাকার শাহ আলম প্রকাশ পেসার শাহ আলম নামে এক ব্যক্তি ধর্ষণ মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
জানা যায়, চকবাজারের একটি সিএনজি গ্যারেজের মালিক শাহ আলম এক গার্মেন্টস কর্মী জুলেখা আক্তারকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসতেছিলেন। নিজেকে অবিবাহিত দাবী করে জুলেখাকে বিয়ের প্রলোভনে শাহ আলম প্রায় সময় তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতেন।
কিন্তু জুলেখা আক্তার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে রাজি না হলে ঘটনার দিন শাহ আলম বিয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ কথা আছে বলে জুলেখার বাসায় যায়। কথা বলতে বলতে এক পর্যায়ে জুলেখাকে জোরপূর্বক ধর্ষণ করেন শাহ আলম। পরবর্তীতে জুলেখাকে বিয়ে করবেন বলে সময় ক্ষেপন করতে থাকেন তিনি। ধর্ষণের ৭-৮ দিন পরে শাহ আলম জুলেখাকে জানিয়ে দেন বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়।
পরবর্তীতে অসহায় জুলেখা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ একটি মামলা দায়ের করেন। আদালত শাহ আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তিনি দীর্ঘ ৪-৫ মাস পলাতক থাকার পর গত ১৯ জুলাই আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
স্থানীয় এলাকাবাসীসূত্রে জানা যায়, শাহ আলম মদ্যপ এবং চরিত্রহীন। তিনি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আরো ২টি বিয়ে করেন। প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তাকে বশে রেখে নানা ধরনের অপরাধ করেন তিনি। এলাকাবাসীরা শাহ আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।