![](https://ajanabangladesh.com/wp-content/uploads/2022/03/life2.gif)
ঈশাত জামান মুন্না,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মামা, ভাগ্নেসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে।
মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিতে আদিতমারী থানায় মামলাটি দায়ের করেন নিহত আব্দুল জলিলের ছেলে জাহাঙ্গীর আলম।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারপুকুর ইউনয়নের তালুক হরিদাস গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের আব্দুল জলিল মিয়া (৫০), তার মামা তালুক হরিদাস গ্রামের শহিদার রহমান(৫০) ও তার মামাতো ভাই গফুর উদ্দিনের ছেলে গোলাম রব্বানী (৪০)।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত আব্দুল জলিলের ছেলে জাহেদুল ইসলাম (২০)। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে খবির উদ্দিন মাস্টার (৪৬) ও একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ইংরেজ আলী ওরফে ইংরেজ ভাটিয়া (৪৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাসুদ রানা জানান থানায় নিহতের ছেলে বাদীহয়ে মামলা দায়ের করেছে এবং তার প্রেক্ষিতে ২ জনকে আটক করা হয়েছে।বাকীদের ও আটকের প্রচেষ্টা চলছে।