শোকাবহ ১৫ ই আগস্ট শহীদদের স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আজ শোকাবহ ১৫ ই আগস্ট উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিন ব্যাপী তাদের অনুষ্ঠান-কর্মসূচির আয়োজন করে। কর্মসূচীর অংশ হিসেবে ছিলোঃ – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথিকৃতিতে পুস্পস্তবক অর্পণ – বৃক্ষ রোপণ – শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েট ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক আবরার আহমেদ চৌধুরী,
ধর্ম বিষয়ক সম্পাদক চিন্ময় দেবনাথ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাগরময় আচার্য, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক রাকিব উদ্দিন চৌধুরী, উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এস.এম. আতাউল্লাহ।এছাড়া সুবিধা বঞ্চিত শিশুদের জন্য চুয়েট শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত প্রদীপ স্কুলের বেশ কিছু শিশু শিক্ষার্থীও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।পুস্তস্তবক অর্পণ শেষে চুয়েট ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন “বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।তাই আমরা ছোট শিশুদের নিয়ে শহীদদের জন্য করা দোয়া মাহফিলে তাদের বঙ্গবন্ধুর আত্মত্যাগ এবং ১৫ আগস্টের ভয়াবহতা তুলে ধরেছি।”