বাংলাদেশ জাতীয় সাংবাদিক কল্যাণ সোসাইটি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে রবিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সভায় সাংবাদিক মোঃ কায়ছার এর সভাপতিত্ব ও সদস্য সচিব শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শেখ কামাল স্মৃতি সংসদের সভাপতি সেলিম আসলাম ছায়েদ চৌধুরী সোহেল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজেএসকেএস এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি এম. এ সবুর, শাহজাদা মোহাম্মদ মঈন উদ্দিন, প্রকৌশলী মোঃ বদরুজ্জামান কামাল, গণসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ নিজাম।
এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয় সাংবাদিক কল্যাণ সোসাইটির আহবায়ক তারিকুল ইসলাম রানা, কেন্দ্রীয় নেতা মোঃ সেলিম উদ্দিন, সুমন সেন (আলোকিত প্রতিদিন), মাসিক স্বপ্নের বাংলার সম্পাদক ও প্রকাশক ওসমান গনি,মোঃ জুবাইর (স্বাধীন সংবাদ), মোঃ মঈন উদ্দিন (একুশে সংবাদ), আব্দুল কাদের (দৈনিক বায়েজিদ), মাসুম বাবুল (যুগের বার্তা), মোঃ সাদ্দাম হোসাইন, মাওলানা হাসান রেজা আবেদী, রফিকুল ইসলাম (স্বপ্নের বাংলা), কেফায়েত উল্লাহ, তিপন জয় তিপুরা, মোরশেদ, ফিরোজ, হামিদুল ইসলাম, মোঃ সাইফুজ্জামান, কায়সার, মোঃ সাকিব, হাসান উল্লা, হাজরা আক্তার হেনা, ফারজানা আকতার, সোহেল প্রমূখ।
৪৩নং আমিন শিল্প ওয়ার্ড যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা
১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় ৪৩নং আমিন শিল্পা ল সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ইঞ্জিঃ শিবলী সাদেক সোহেল এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইসলাম হোসেন রনি ও শিবলু আহমেদ জামালের যৌথ সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা এম. ইলিয়াছ সরকার।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আরিফ আহমেদ সুজন, এমদাদুল হক বাকের, রবিউল হোসেন সোহাগ, হোসেন হাজারী, আব্দুল মান্নান, আব্দুল কাদের, নয়ন, আল আমিন, নুর নবী খন্দকার আকাশ, সোহেল রানা, নবী, আওলাদ, ডিএম সুমন,সরকারী আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক সুজন গাজী, রফিক, মিঠা বাদশা, মামুন, সুজন আলী, পলাশ, সাইফুল, সাহেদ, আজম, সৌরভ হোসেন, আলাল, মতিন, হাসান মুন্সী, মহিউদ্দিন, রহিম, আজাদ, জহির, হাবিব, আশিক প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ক্বারী মাওলানা মুহাম্মদ মুসলেম উদ্দিন।
বক্তারা বলেন, ৭৫’র ১৫ আগস্ট দেশি বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে এক দল বিপদগামী সেনা সদস্য বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যার মাধ্যমে শুধু একটি পরিবারকে হত্যা করেনি, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যার চেষ্টা করেছিল। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সাথে সরাসরি জড়িত ছিল বলে বক্তারা দাবি করেন। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনীদের ও যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের মাধ্যমে জাতি কলঙ্ক মুক্ত হচ্ছে। বঙ্গবন্ধুর পলাতক খুনীদের অবিলম্বে ফিরিয়ে এনে ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নীত সমৃদ্ধি রাষ্ট্রে পরিণত হবে।