
করোনায় একদিনে আরো ১৩৯ জনের মৃত্যু গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরো ১৩৯ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে (কোভিড ১৯) গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ২৮২ জনে।এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৮০৪ জন।
দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ৪৯ হাজার ৮২৮টি।নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন।
মৃত ১৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩৮ জন। এছাড়া চট্টগ্রামে ৩১, রাজশাহীতে ১৫, খুলনায় ১৭, বরিশালে ৮, সিলেটে ১২, রংপুরে ৮ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৭২ এবং নারী ৬৭ জন। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৪ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন।বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ষাটোর্ধ্ব ৭১ জন, ৫১ থেকে ৬০ বছরের ৩৭, ৪১ থেকে ৫০ বছরের ১৯, ৩১ থেকে ৪০ বছরের ৭, ২১ থেকে ৩০ বছরের ২ এবং ১১ থেকে ২০ বছর বয়সী ৩ জন মারা গেছেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।চীনের উহান শহর থেকে এই করোনাভাইরাস এর উৎপত্তি। তবে সারা পৃথিবীতে এ ভাইরাস তাণ্ডব চালালেও চীন এই ভাইরাসকে নিয়ন্ত্রণে রেখেছে বরাবরের মতই সারা পৃথিবীতে প্রতিটি দেশে হাজার হাজার মানুষের মৃত্যু হলেও উৎপত্তিস্থলে ৪ হাজার ৬৩৬ জন মানুষের মৃত্যু হয়েছে।যা অন্যান্য দেশের তুলনায় অনেকটা কম, বাংলাদেশে পর্যন্ত ২৫ হাজার ২৮২ জন মানুষের মৃত্যু হয়েছে।
আরো পড়ুন
মাদকাসক্ত তরুণের ছুরিকাঘাতে নিরাময় কেন্দ্রের কর্মী নিহত
বাবুনগরীর জানাজা সম্পন্ন, লাখো মানুষের ঢল