
চকরিয়ার ধানক্ষেতে, একসঙ্গে ২১টি হাতি’ কক্সবাজারের চকরিয়ায় একটি বন্য হাতির পালের দেখা মিলেছে। প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন, ২১টি হাতি একসঙ্গে ছিল। আবার কারও কারও দাবি, ১৮টি হাতি দেখেছেন তারা।শুক্রবার (২৭ আগস্ট) সকালে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ‘ছেঁড়া মোড়া’ নামক পাহাড়ে হাতিগুলোকে সারিবদ্ধভাবে ছুটতে দেখেন স্থানীয়রা।স্থানীয় বাসিন্দা রুহুল কাদের বলেন, চকরিয়ার মাঝের ফাঁড়ি-সুরাজপুর সড়কের পাশেই রয়েছে ‘ছেঁড়া মোড়া’ নামক পাহাড়। সেই পাহাড়ে সকালে একপাল হাতি অবস্থান করে। পালে অন্তত ২১টি হাতি ছিল।
হাতিগুলো এলাকার ধানক্ষেতের বেশ ক্ষতি করেছে। পার্শ্ববর্তী লোকজন তাদের দেখে জড়ো হলে হাতির পাল লোকালয়ের ধান ক্ষেত মাড়িয়ে অন্য পাহাড়ে ঢুকে পড়ে বলে জানান রুহুল কাদের।চকরিয়ার ধানক্ষেতে, একসঙ্গে ২১টি হাতি’ অবশ্য কারও কারও দাবি, পালে ১৮টি হাতি ছিল।সুরাজপুর -মানিকপুর ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক জাগো নিউজকে বলেন, এখানকার পাহাড়ে হাতির আবাসস্থল রয়েছে।
এসব হাতি কখনো একা, কখনো দলবেঁধে চলাচল করে।চকরিয়ার ধানক্ষেতে, একসঙ্গে ২১টি হাতি’ তবে এতো বড় হাতির পাল এভাবে সারিবদ্ধভাবে চলার দৃশ্য স্থানীয়রা আগে দেখেননি।আবচকরিয়ার ধানক্ষেতে, একসঙ্গে ২১টি হাতি’ ‘হয়তো অতি ভারি বর্ষণের কারণে পাহাড়ে হাতির আবাসস্থল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই ঠিকানা বদলাতে এক পাহাড় থেকে অন্য পাহাড়ের হাতিগুলো বিচরণ করছে’—বলেন তিনি।