মাহমুদুল হাসান:টাঙ্গাইলের গোপালপুরে পৌরশহরে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে বিভিন্ন ঔষধের ও কসমেটিকস প্রসাধনী দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বা পণ্য মজুদ ও বিক্রির দায়ে নগদ অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গোপালপুর পৌর শহরে সুনামধন্য ঔষধ ব্যবসায়ী আকন্দ মেডিকেল হলের মালিক আব্দুল্লাহ আল মামুনকে দুই হাজার টাকা, মেঘনাথ মেডিকেল হলের মালিক তোফাজ্জল হোসেনকে পাঁচশত, কসমেটিক আইটেমের দোকান ঢাকা স্টোরের মালিক মোঃ বাচ্চু হোসেনকে পাঁচশত জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।
জানা গেছে ওই সব দোকান গুলোতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ ও বিক্রয় করে। খবর পেয়ে গোপালপুর উপজেলা থানা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস ওই ওষুধের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত বসান। এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ, ২০০৯ এর ৫১ ধারায় আইনে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বা পণ্য মজুদ বা বিক্রয়ের বিক্রয় এ রায় দেন।