
শেখ আ ল ম কাইসান | অজানা বাংলাদেশ
অাজ ১৫/১১/২০১৮ ইং, শুক্রবার জুমার নামাজের পর সীতাকুন্ড উপজেলাস্থ সলিমপুর ইউনিয়নের ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটি’র ব্যবস্থাপনায় ও গাউসিয়া কমিটি বাংলাদেশ সলিমপুর ইউনিয়ন শাখার সহযোগিতায় হযরত খাজা কালু শাহ(রহ.) মাজার প্রাঙ্গণ হতে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপনে বিশাল জমায়েত ও র্যালি উক্ত মসজিদের সুযোগ্য খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ, মিডিয়া ব্যক্তিত্ব, জননেতা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজবী সাহেবের সভাপতিত্বে সফলভাবে সম্পন্ন হয়েছে। শুরুতে পবিত্র কুরআনের তেলাওয়াত ও না’ত রাসূল (দ.) এর মাধ্যমে শুরু হওয়া এই ইসলামী শোভাযাত্রাটি ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের ভাটিয়ারী পর্যন্ত গিয়ে পূনরায় মসজিদ প্রাঙ্গনে এসে মুনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটি, গাউসিয়া কমিটি বাংলাদেশ সলিমপুর ইউনিয়ন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও যুন-নুরাইন ছাত্রকল্যাণ পরিষদের সদস্যবৃন্দ সহ এলাকাবাসী এবং শত শত নবীপ্রেমিক মুসল্লীবৃন্দ।