
আরিফুল ইসলাম সুমন, নিজস্ব প্রতিবেদক ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সমাজের সুশীল ব্যক্তি সহ সকলের সহযোগিতা চেয়েছেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূইঁয়া।
শুক্রবার (১৬নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে আয়োজিত স্থানীয় কমিউনিটি পুলিশিং আইন শৃঙ্খলা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই সহযোগিতা চান।
এসময় ওসি মফিজ উদ্দিন আরো বলেন, সরাইল উপজেলাকে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতায় পুলিশ কাজ করছে। সামাজিক নানা অপরাধ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতেও উপস্থিত সকলের প্রতি আহবান জানান ওসি।
সরাইল উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আবু আহাম্মদ মৃধার সঞ্চালনায় কালীকচ্ছ ইউনিয়ন কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কালীকচ্ছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শরাফত আলী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল হক, কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু মুছা মৃধা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছলিম উদ্দিন, উপজেলা আওয়ামী মহিলালীগের সভানেত্রী ও কালীকচ্ছ ইউপির সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য মোছাঃ রোকিয়া বেগম, প্রবীণ ব্যক্তিত্ব মোঃ জজ মিয়া, মোঃ শামসুদ্দিন উদ্দিন মৃধা,
স্থানীয় ইউপি সদস্য মোঃ হুমায়ন কবির সুমন, আওয়ামীলীগ নেতা হাজী মজিবুর রহমান, বিশিষ্ট সাংস্কৃতিক ও শিক্ষানুরাগী মোছাঃ নাজমা বেগম, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের অন্যতম অভিভাবক সদস্য মোঃ অহিদুজ্জামান লস্কর অপু, সিনিয়র শিক্ষক মোঃ শাহগীর মৃধা প্রমূখ।
এ সভায় স্থানীয় নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।