মাহমুদুল হাসান: টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল সদর থানায় এলাকা ১৬ নভেম্বর (শুক্রবার) রাত্রী ০৯.৪৫ মিনিটে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার হয়েছে।
টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ রেজাউর রহমান, সদর সার্কেল মহোদয়ের অনুপ্রেরনায়, টাঙ্গাইল সদর থানা অফিসার ইনচার্জ্ জনাব মোঃ সায়েদুর রহমান সাহেবের নেতৃত্বে টাঙ্গাইল সদর থানার এসআই(নিঃ) মোরাদুজ্জামান, এএসআই(নিঃ) মোঃ দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর থানাধীন শান্তিকুঞ্জের মোড় হইতে পশ্চিমে পশু হাসপাতালের ভিতর থাইল্যান্ড এর উন্নত জাতের ঘাস বাগানের ভিতরে প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেন।সাত থেকে আট জন ডাকাত দলের সদস্য দৌড়াইয়া পালাইয়া যায় ।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩টি ছুরি, ১টি চাপাতি, ১টি কিরিচ ও ১টি লোহার রড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল শহরের থানা পাড়ার শহিদুল ইসলাম স্বাধীনের ছেলে শাহেদ (৩৮), একই এলাকার আফজাল হোসেন ওরফে আব্দুল হাই এর ছেলে সম্রাট (৩০), দুলু শেখের ছেলে জাহাঙ্গীর ওরফে জাম্বু (২৫), আকুর টাকুর পশ্চিম পাড়ার মফেজের ছেলে কালু মিয়া (৩০), বেপাড়ী পাড়ার স্বপনের ছেলে রানা (২৯) এবং দিঘুলিয়ার মীর বাবুল মিয়ার ছেলে মীর আক্তার হোসেন (৩১)।
এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক ০২টি মামলা রুজু করতঃ আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।