শাফাত রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়
.
ঢাবিতে ছাত্রলীগ নেতা কর্তৃক ছাত্রদলের এক কর্মীকে মারধর ও হয়রানির অভিযোগ উঠেছে। মারধরের শিকার ছাত্রদল কর্মীর নাম মেহেদী হাসান। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের অনাবাসিক ছাত্র।
অভিযুক্ত আবু ইউনুস একই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত। সে বর্তমানে বিজয় একাত্তর হল ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে।
মারধরের শিকার মেহেদী হাসান জানায়, আজ দুপুরে মিডটার্ম পরীক্ষা দিতে ক্যাম্পাসে আসে সে। এ সময় ডাকসুর পাশ দিয়ে অতিক্রমকালে আবু ইউনুস তার সহকর্মীদের সাথে নিয়ে তাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে আহত করে এবং ছাত্রদল সম্পর্কে নানাবিধ প্রশ্ন করে। এসময় আবু ইউনুসের সঙ্গে আরো বেশ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী ছিল এবং তারা মেহেদী হাসানের সাথে থাকা আইডি কার্ড এবং টাকাপয়সা হাতিয়ে নেয়। পরে মেহেদী হাসান এক বড় ভাইয়ের সাহায্যে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়। সেই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে।
মারধরের অভিযোগের বিষয়ে আবু ইউনুস বলেন, তাকে আমরা তাকে কোনোপ্রকার মারধর করিনি। প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধুর ক্যান্টিনে আসা নিষেধ হওয়া সত্ত্বেও সে মধুর ক্যান্টিনে আসায় আমরা তাকে চলে যেতে বলি। মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানায় সে।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন জানান, তিনি আজ মারধরের উল্লেখিত সময়ে মধুর ক্যান্টিনে উপস্থিত ছিলেন কিন্তু মারধরের কোনো ঘটনা লক্ষ্য করেননি।
এ ব্যাপারে ঢাবির প্রক্টর গোলাম রাব্বানীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমরা জেনেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এরকম ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই অভিযোগ সম্পর্কে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করবো।