
স্টাফ রিপোর্টার ।।
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও প্রয়াত সাবেক সাংসদ মুফতি আমিনীর পুত্র আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী।
বিজয় নিশ্চিত করতে তিনি এই আসন থেকে “নৌকা” প্রতীকেই নির্বাচন করবেন। যদিও তার দল ইসলামী ঐক্যজোটের প্রতীক “মিনার”।
আজ রবিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭’টায় মুঠোফোনে এ মনোনয়ন চূড়ান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হাসানাত আমিনীর রাজনৈতিক সচিব ও সরাইল উপজেলা ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম মুঠোফোনে
“অজানা বাংলাদেশ” কে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আজ রবিবার (১৮ নভেম্বর) স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিয়েছেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হাফেজ মাওঃ আবুল হাসানাত আমিনীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট সরাইল উপজেলার সাধারণ সম্পাদক হাজী মোঃ ইসহাক, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ আব্দুর রাকিব, মাওঃ সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ, ইসলামী ছাত্র খেলাফতের সাধারণ সম্পাদক গাজী মাহফুজ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলেও তিনি নিশ্চিত করেন।