
আজ আবু বাবার ওরছ,পবিত্র মহান ৭ই কার্তিক আজ মাইজভান্ডার দরবার শরীফে মহান ৭ই কার্তিক উপলক্ষে খালেক মঞ্জিলে পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হবে, হযরত গোলাম রহমান মাইজভান্ডারী(প্রকাশ) বাবা ভান্ডারীর(কাঃ) এর ছোট ভায়ের নাতি শাহ্ সুফি মাওলানা সৈয়দ আবু আহমদ মিয়া ১৯৩৭ সালে খালেক বাবার ঘর আলোকিত করে মা সৈয়দা শামসুন্নাহার কোলে জন্ম গ্রহণ করেন,
আজ আবু বাবার ওরছ,পবিত্র মহান ৭ই কার্তিক তিনি পৃথিবীতে থাকা অবস্থায় বিভিন্ন ধর্মের মানুষকে মাইজভান্ডারী আলোকে আলোকিত করেন এবং ২০০৭ সালের ২২ শে অক্টোবর পৃথিবী থেকে বিদায় নেন, মূলত এই দিনকে তাহার ভক্তরা মহান ৭ই কার্তিক হিসেবে পালন করে থাকে।
বিদায় কালে তিনি অসংখ্য ভক্ত মুরিদ দেখে যান। এই পবিত্র ওরসকে কেন্দ্র করে প্রতি বছর এই দিনে পাঁচ থেকে দশ লক্ষ মানুষের সমাগম হয়ে তাকে।পবিত্র মহান ৭ই কার্তিক উপলক্ষে বাদে আছর থেকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হবে, বাদে মাগরিব থেকে জিকির আসগার, বাদে এশার থেকে খতমে কোরআনের পর দোয়া পরিচালনা করা হবে।
রাত বারোটার পর আবু বাবার একমাত্র উত্তরসূরী, হযরত সৈয়দ আমিনুল ইসলাম মাইজভান্ডারী আল হাসাইনী ওয়াল হোসাইনী প্রকাশ আমিন বাবার নেতৃত্বে রওজা গোসল এবং গিলাফ পরিবর্তন করা হবে।পরিশেষে ফজরের নামাজের পর আখেরি মোনাজাত পরিচালনা করবেন, হযরত মাওলানা সৈয়দ আমিনুল ইসলাম মাইজভান্ডারী(কঃ) সবশেষে তবারক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।