
আজ ক্রিকেট-ফুটবলের হাইভোল্টেজ ৬ ম্যাচ আজ (রবিবার) খেলার মাঠে রয়েছে ৬টি হাইভোল্টেজ ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়।এই ম্যাচ শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে ক্রিকেটের বিশ্বমঞ্চে ভারত-পাকিস্তানের লড়াই।
এই ম্যাচ চলার সময়ই ফুটবলের মাঠে এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এদিন রাতেই রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল ম্যাচও।রবিরার দিনগত রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ইন্টার মিলান ও জুভেন্টাসের মধ্যকার ম্যাচ। একই সময়ে মার্সেইয়ের বিপক্ষে মাঠে নামবে সময়ের অন্যতম জনপ্রিয় দল পিএসজি।