ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সজীব ওয়াজেদ জয়ের,ফেসবুক স্ট্যাটাস গত দু’দিন ধরে বাংলাদেশে ডিজেল ও কেরোসিনের দাম নিয়ে সারাদেশে থমথমে অবস্থা বিরাজ করছে, গেল দুই দিন ধরে পরিবহন ধর্মঘটও করেছেন পরিবহন মালিক শ্রমিকরা,জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য হুহু করে বেড়ে যাচ্ছে। এমত অবস্থায় সাধারণ খেটে খাওয়া মানুষ বিপাকে পড়ে যাবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সজীব ওয়াজেদ জয়ের,ফেসবুক স্ট্যাটাস দেশের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নাতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন, অজানা বাংলাদেশের পাঠকদের জন্য ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
ডিজেলের মূল্যবৃদ্ধি ও কিছু তথ্য গুজব থেকে দূরে থাকুন- সত্য তথ্য জানুন,দেশে সম্প্রতি ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে ২০১৩ সালে দেশে ডিজেলের মূল্য ছিল লিটার প্রতি ৬৮ টাকা, পরবর্তীতে ২০১৬ সালে লিটার প্রতি ৩ টাকা কমিয়ে ৬৫ টাকা করা হয়। এরপর গত সাড়ে পাঁচ বছরে দেশে ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধি হয়নি।