
মাহমুদুল হাসান:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা হসপিটালে রোগীদের দূর্ভোগ ও অনিয়মের তথ্যচিত্র সংগ্রহ করতে গিয়ে কর্তব্যরত চিকিৎসকরা প্রায় ১ঘন্টা অবরুদ্ধ করে রাখে টাঙ্গাইলের ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন আশিকুর রহমান শহিদকে।সংবাদ পেয়ে স্থানীয় সাংবাদিকদের হস্তক্ষেপে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনাটি ঘটে।এঘটনায় সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
ক্যামেরা পার্সন আশিকুর রহমান শহিদ (ডিবিসি নিউজ) জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তথ্য সংগ্রহ করতে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।আমি হাসপাতালের তত্বাবধায়কের কক্ষ ও পরে চিকিৎসকদের কক্ষে গিয়ে কাউকে না পেয়ে সেখানকার ভিডিও ধারন করতে থাকে। এসময় ওই হাসপাতালের চিকিৎসক মো. শরিফুল ইসলাম ঘটনাস্থলে এসে ভিডিও ধারনে বাধা দেন এবং নানা ভাবে ক্যামেরাপার্সনকে নাজেহাল করতে থাকে। এক পর্যায়ে তাকে তত্বাবধায়কের কক্ষে নিয়ে অবরুদ্ধ করে রাখে এবং আমার উপর স্নায়ুচাপ সৃষ্টি করতে থাকে।
স্থানীয় সাংবাদিকরা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌছে ক্যামেরাপার্সন আশিকুর রহমানকে উদ্ধার করে। ডিবিসি নিউজের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার এ বিষয়ে জানান, ক্যামেরাপার্সন আশিক তার পরিচয় দেয়ার পরেও পেশাগত কাজে সহযোগীতা না করে উল্টো ১ঘন্টারও অধিক সময় অবরুদ্ধকরে তাকে নানা ভাবে নাজেহাল করেছেন।এর প্রতিকার হওয়া উচিৎ।যাতে এ ঘটনা থেকে অনেকেই শিক্ষা গ্রহন এবং সাংবাদিকদের কাজে সবাই সহায়তা করে।
স্বাস্থ্য কমপ্লেক্সের (নাগরপুর উপজেলা) আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.রোকনুজ্জামান ক্যামেরাপার্সনকে অবরুদ্ধ করার বিষয়টি অস্বীকার করে। তারা এ বিষয়ে সাংবাদিকদের বলেন,তাকে একটি কক্ষে নিয়ে শুধুমাত্র তার পরিচয় পত্র চাওয়া হয়েছে।
স্থানীয় সাংবাদিক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর অাহমেদ এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ হাসপাতালের স্বাভাবিক পরিবেশের দাবি জানান।