
স্টাফ রিপোর্টার।।
পারিবারিক কলহে সদ্য বিবাহিত স্ত্রী মীনা আক্তার (১৯) কে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর স্বামী হারুন মিয়া (২৫) ধারালো অস্ত্রের আঘাতে নিজে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। পারিবারিক কলহের কারণেই এ ঘটনা, দাবি করেছে এলাকাবাসী। তবে নিহত নববধূ মিনা আক্তারের পিতা মোঃ জামাল মিয়ার দাবি, সম্পত্তির লোভে তার জামাই’র ভাইয়েরা মিলে মেয়ে ও তার জামাতাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। অপরদিকে পুলিশ বলছে তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিণবেড় ইউনিয়নের আলীয়ারা গ্রামে।
এলাকাবাসী জানায়, দুইমাস আগে উপজেলার আলীয়ারা গ্রামের হাছন আলীর পুত্র হারুন মিয়ার সাথে একই উপজেলার নরহা গ্রামের জামাল মিয়ার মেয়ে মিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ওই পরিবারে নানা কলহ চলে আসছিল।
নাসিরনগর থানার উপপরিদর্শক মোঃ সাজ্জাদুর রহমান জানান, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দু’টি মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে সরাইল সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ফকির ঘটনা স্থল পরিদর্শন করেছেন।