
সংসদীয় কমিটির সদস্য হলেন মাশরাফি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হলেন জাতীয় পার্টির (জাপা) সংরক্ষিত আসনের রওশন আরা মান্নান। এছাড়া ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি টাঙ্গাইলের সংসদ সদস্য একাব্বর হোসেন মারা যাওয়ায় সভাপতির পদটি শূন্য হয়।
সংসদীয় কমিটির সদস্য হলেন মাশরাফি তার জায়গায় প্রদানবিরোধী দল থেকে এই কমিটির সভাপতি করা হলো।অপরদিকে রওশন আরা মান্নানের জায়গায় সদস্য করা হয় মাশরাফিকে। মাশরাফি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিরও সদস্য।শনিবার (২৭ নভেম্বর) জাতীয় সংসদে এই কমিটি করা হয়।সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি দুটি পুনর্গঠনের প্রস্তাব সংসদে তোলেন। এর ফলে বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতির পদ আরও একটি বাড়লো।