
যুবলীগ নেতা ফজলে রাব্বী সুজনের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর:যুবলীগের বিশাল:শোডাউন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ নাঈম এবং সাংগঠনিক সম্পাদক সোহাগ রহমান সোহাগের চট্টগ্রাম আগমন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা এইচ এম ফজলে রাব্বী সুজনের নেতৃত্বে বিশাল শোডাউন ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি নগরীর ওয়াসা মোড় থেকে শুরু হয়ে ষোলশহর জংশনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এইচ এম ফজলে রাব্বি সুজন বলেন, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি ছিলেন অত্যান্ত বিচক্ষণ, সাহসী ও বিশ্বস্ত। তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতি ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা। তিনি যা বিশ্বাস করতেন, তা-ই করতেন।
যুবলীগ নেতা ফজলে রাব্বী সুজনের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর:যুবলীগের বিশাল:শোডাউন আমাদের নেতা বঙ্গবন্ধু এবং অসাম্প্রদায়িকতা প্রসঙ্গে তিনি ছিলেন আপোসহীন। শেখ ফজলুল হক মনির আদর্শ ধারণ করে মহানগর যুবলীগকে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকতে উধাত্ব আহ্বান জানান তিনি।র্যালি এবং সমাবেশে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা ছাত্রলীগ- যুবলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।