
রাজাকারের ভয়ঙ্কর এক তালিকা পেল জাতি মুক্তিযোদ্ধা হলো রাজাকার কেমনে রাতারাতি? হালাল পতিতালয় চালু হলো সৌদি আরবে মুতা বিয়ের নামে চলে আর কত কী ভবে?ঠাণ্ডা ছিলো রাজনীতির মাঠ জ্যৈষ্ঠর খরতাপে মৃত প্রায় দলগুলো তাই নিজের রাস্তা মাপে।কি পেলাম আর কি হারালাম বছরটি-কে হারিয়ে পিএমও তাই বলতো কথা একটুখানি বাড়িয়ে।
হারিয়ে গেলো এরশাদ কাকু এতিম হলো জাপা রৌশন-রাঙ্গা, কাদের মিলে কয় না কথা মাপা। কী পেয়েছি বলছি না কেউ এটাই আসল চরিত্র তুলসি পাতায় ধোঁয়া জাতি হয়ে আছি পবিত্র। কি পেলাম আর কি হারালাম একটি বছর পেরিয়ে থাকলে দলে যোদ্ধা হয় থলের বিড়াল বেরিয়ে।
মূল চোরকে করছে দয়া হচ্ছে মুলা চোরের ফাঁসি দেখতে দেখতে ক্লান্ত হলাম পায় যে বড্ড হাসি।
কি পেলাম আর কি হারালাম ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণ করে ষোড়শীর তারাই থাকে নিরাপদে মুখটা তাদের হাসির। কি পেলাম আর কি হারালাম একটি বছর পরে কয়লা চুরির দায় পেলাম চুনকালি আজ ঘরে। ব্যাংক চুরির কালিমা পেলো আবদুল হাই বাচ্চু সোনা লুটের কম্পিটিশনে বসে আছে চাচ্চু। বালিশ কাণ্ড হার মানালো কাণ্ড হলো পর্দাও
বাল্বের দাম আকাশ ছোঁয়া পানেতে নেই জর্দাও।তর্জন গর্জন করলো কতো দুদক নীতির নামে নীতির ঘোমটা সরে গেলো রসদ ভরা খামে।চোরেরা সব সাধুর বেশে ভদ্ররা মার খায় দেশের চিত্র এটাই শুধু নিত্য দেখা যায়।কি পেলাম আর কি হারালাম যতই অঙ্ক কষি ভাগ্যটা যে ফিরবে না আর জুটবে গলায় রশি।কী পেয়েছি বলছি না কেউ ধর্ম এটা জাতির দুঃখবোধটা ছাড়ছে না তাই চলছে বড় খাতির।