হাসান আহমদ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ঐতিহ্যবাহী বুরাইয়া কামিল [এম.এ] মাদরাসা’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী বলেন ” বিশ্বের আনাচে-কানাচে মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. মাহফিল। প্রিয়নবী সা. এর আগমনের দিন মুমিন মুসলমানের সবচেয়ে খুশির দিন। এ দিন আনন্দের ফল্লুধারা বহায় মুমিন হৃদয়ে। আশেকে রাসুলদের হুব্বে রাসুল বৃদ্ধি পায় ঈদে মীলাদুন্নবী সা. মাহফিলের মাধ্যমে। তাই সকল মুমিন মুসলমানের কর্তব্য হলো মাহফিলে মীলাদুন্নবী সা. উদযাপনের ব্যবস্থা করা।
আজ (২২শ নভেম্বর) বৃহস্পতিবার, পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. উদযাপন উপলক্ষে বুরাইয়া কামিল [এম.এ] মাদরাসার ‘পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. বাস্তবায়ন কমিটি’ আয়োজিত “মুবারক র্যালি ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সকাল ১০টায় মাদরাসা থেকে র্যালি বের হয়ে এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।এসময় র্যালিতে আরো যোগদান করেন শামসুল হক (রহ.) সুন্নীয়া হাফিযিয়া মাদরাসা ও বুরাইয়া স্কুল এন্ড কলেজের ছাত্ররা। র্যালি শেষে বুরাইয়া কামিল মাদরাসা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বুরাইয়া মাদরাসার কামিল উত্তীর্ণ ছাত্র মুহা. নুর হেসেন-এর পরিচালনায় সুনামগঞ্জ জেলা তালামীযের সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু হেনা মোঃ ইয়াসিন এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ আব্দুর রব, সাবেক সহকারী শিক্ষক ক্বারী মোঃ সিদ্দীক আহমদ চৌধুরী, বুরাইয়া একাডেমির নির্বাহী পরিচালক মাওলানা মোঃ আজহার উদ্দীন, মাদরাসার কামিল উত্তীর্ণ ছাত্র মোঃ মাছুম আলম, কামিল ১ম বর্ষের ছাত্র মোঃ মুহাইমিনুল হক, ফাযিল ২য় বর্ষের ছাত্র হাফিজ আনোয়ার হোসাইন ও বুরাইয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র এহসান আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন অত্র মাদরাসার অষ্ঠম শ্রেণির ছাত্র হাফিজ মাহমুদুল হাসান সুলাইমান, হামদ-নাত পরিবেশন করেম আবুল আহসান মোঃ ইয়াসিন ও তোফায়েল আহমদ। এসময় আরো উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা লিয়াকত আলী, সহকারী শিক্ষক মাওলানা শামসুল আলম, বুরাইয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক জনাব হুমায়ুন আহমেদ, বুরাইয়া মাদরাসার শিক্ষক জনাব মোঃ সমুজ আলী, অত্র মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফিজ সিদ্দীকুর রহমান, বুরাইয়া একাডেমীর সহকারী শিক্ষক মোঃ শিহাব উদ্দীন, এম.সি কলেজ তালামীয কর্মী মোঃ আসাদুর রহমান, জগন্নাথপুর উপজেলা (পূর্ব) তালামীয কর্মী হাফিজ ইয়াকুব আহমদ প্রমূখ।