শাফাত রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
হুজাইফা রশিদ ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
আত্মহত্যার এক সপ্তাহ না পেরোতেই আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। হুজাইফা রশিদ নামের এই ছাত্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আজ টঙ্গীতে বাড়ির নিজ কক্ষে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন তিনি। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন ঢাবির প্রক্টর গোলাম রব্বানী। প্রসঙ্গত, চলতি বছরে এটি ঢাবি শিক্ষার্থীর অষ্টম আত্মহত্যা।
ঢাবি শিক্ষার্থীদের মধ্যে প্রবল আত্মহত্যার প্রবণতা দেখে উদ্বিগ্ন সবাই।
গত ১৬ই নভেম্বর মেহের নিগার দানি নামের ইংরেজী বিভাগের সাবেক এক শিক্ষার্থী আত্মহত্যা করেন।
তার আগে ১২ই নভেম্বর আত্মহত্যা করে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ফাহমিদা রেজা সিলভি নামের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী।