
মাহমুদুল হাসান:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) বার্ষিক ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গোপালপুর শহরে আনন্দ ও শুভেচ্ছা মিছিল বের করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারিরা।
শিক্ষক সমিতির (গোপালপুর উপজেলা)
উদ্যোগে আয়োজিত ওই আনন্দ ও শুভেচ্ছা মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে থানা চত্বরে গিয়ে শেষ হয়।সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুখ, সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার,ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার,নন্দনপুর রাধারাণী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার।