স্টাফ রিপোর্টার।।
ব্রাহ্মণবাড়িয়ায় দিগন্ত পরিবহনের একটি বাস থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী লোকজন ও পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহন (ব্রাহ্মণবাড়িয়া-ব-০৫-০০২৭) বাসটি দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর বাস টারমিনালে পৌছালে সকল যাত্রী নেমে যায়। এ বাসে অজ্ঞানামা এক যাত্রী মৃত অবস্থায় বাসের সিটে উপড় হয়ে পড়ে থাকতে দেখে হেলপার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধারের পর মর্গে প্রেরণ করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। লোকটির স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে। অজ্ঞাত এ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।