
শাহজাদা হাফিজ মুহাম্মদ বোরহান উদ্দিন তালুকদার তালুকদার বাড়ি দরবার শরীফ,কাথরিয়া বাশঁখালী চট্টগ্রাম।ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্বের আবির্ভাব ঘটে, যারা পৃথিবীতে নিজ কর্মে-গুণে স্মরণীয় বরণীয় হয়ে আছেন। এসব গুণীজনরা পৃথিবী থেকে শারীরিকভাবে বিদায় নিলেও তাঁদের বিশাল কর্মময় জীবনের স্মৃতিগুলো অমলিন থাকে ইতিহাসের পাতায়। এসব গুণীজনদের রেখে যাওয়া কর্ম থেকে নব প্রজন্ম সুন্দর জীবন গঠনে উৎসাহ খোঁজে।
এমন এক গুণী ব্যক্তিত্ব শাহ সুফি আল্লামা জামাল আহমদ তালুকদার (রহঃ) তিনি অসংখ্য মাসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের কাজে জড়িত ছিলেন। ইন্তেকালের পূর্বে আহমাদিয়া জামালিয়া রহিমা সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। তিনি চন্দনাইশ বাদামতল নগরপাড়া কেন্দ্রীয় মাসজিদ ও কধুরখীল বদলগুমুস্তা জামে মাসজিদ ইত্যাদি প্রতিষ্ঠার ক্ষেত্রে সক্রিয় ভূৃমিকা পালন করেন।আমি গর্বিত এই মহান ব্যক্তির সন্তান হতে পেরেই।
জন্মসাল
বার আউলিয়ার পুন্যভূমি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই চট্টলা অসংখ্য পীর আউলিয়া ও আলেম ওলামার পদব্রজে সুশোভিত। মদিনাতুল আউলিয়া নামে প্রসিদ্ধ চট্টগ্রামের বাশঁখালী থানার অন্তর্গত কাথরিয়া গ্রাম রিয়াজুদ্দিন তালুকদার বাড়িতে ১৯৬০ সালের ২রা জুন জন্মগ্রহন করেন।পিতা বিশিষ্ট সমাজসেবক শাহ সুফি হযরত অলি আহমদ তালুকদার (রহঃ) তিনি ছিলেন গাউসুল আজম মাইজভান্ডার দরবার শরীফের আস্থাভাজন ফয়েজপ্রাপ্ত তারিকায়ে মাইজভান্ডারীর অনুসারি।তৎকালীন সময়ের মহান আধ্যাত্মিক সাধক এবং গাউসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবার স্নেহধন্য ফয়েজপ্রাপ্ত হযরত রিয়াজ উদ্দিন তালুকদার (রহঃ) ছিলেন আল্লামা জামাল আহমদ তালুকদার (রাহঃ) এর পিতামহ ।
একটি তাসাউফপন্থী এবং সূফীমতাদর্শে বিশ্বাসী সম্রান্ত বংশের ভবিষ্যৎ যোগ প্রতিনিধির আগমনে পিতা এবং মাতার মুখে রাব্বুল ইজ্জতের শোকরিয়া প্রকাশ পেয়েছিল। তারা মহা আয়োজনে ছেলের আক্বিকা সম্পন্ন করে নাম দিয়েছিলেন জামাল আহমদ (রহঃ) যার অর্থ প্রশংসিত সৌন্দর্যের অধিকারী।।
শিক্ষা জীবন
হযরত আল্লামা জামাল আহমদ তালুকদার (রহঃ) কে তাঁর পিতা মাতা বিসমিল্লাহ শরীফ শিক্ষা দেওয়ার মাধ্যমে ইলমের হাতেখড়ি করান। এবং পারিবারিক পরিবেশে প্রাথমিক দ্বীনি ইলম, মাসয়ালা ও কুরআন মাজীদ এর তালীম দান করেন।এরপর তিনি কাথরিয়া প্রাথমিক বিদ্যালয় হতে পঞ্চম শ্রেণী পাস করেন। সেখান থেকে গন্ডামারা রাহমানিয়া ফাজিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে দাখিল পাস করেন।এরপর বাংলাদেশের সুপরিচিত শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রাম জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা থেকে আলিম ফাজিল ও ১৯৮২ সালে কামিল ( মাস্টার্স ) পাশ করে দস্তারে ফজিলত লাভ করেন।
এই মহান ব্যক্তির শেষ বিদায়
তিনি ২০২০ সালের ১৩ জুলাই ২২ ই জিলক্বদ ১৪৪১ হিজরী, ২৯ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ মোতাবেক রোজ সোমবার বিকাল ৫ টার সময় হাজার হাজার অনুসারী ভক্ত অনুরাগীদের শোকের সাগরে ভাসিয়ে তিনি জাহেরি ভাবে বিদায় নেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। পরদিন মঙ্গলবার ১১ টার সময় তাঁর মেজ শাহজাদা হাফিজ মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন তালুকদার এর ইমামতিতে নামাজে জানাযা আদায় শেষে পারিবারিক কবরস্থান তাঁর আব্বাজান (রহঃ) এর মাজারের পাশে তাঁকে দাফন করা হয়।
আওলাদগণ
হযরত আল্লামা জামাল আহমদ তালুকদার (রাহঃ) এর ঔরসে তিন পুত্রসন্তান এক কন্যা যথাক্রমে,শাহজাদা মুহাম্মদ শেহাব উদ্দিন তালুকদার,শাহজাদা হাফিজ মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন তালুকদার,শাহজাদা মুহাম্মদ ইমরান উদ্দিন তালুকদার, শাহজাদী ছারা সুলতানা মারজান তালুকদার, জন্মগ্রহণ করেন।