মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে যারা লড়বেন, আজ রোববার (২৫ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চিঠি বিতরণ করা হচ্ছে।যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।দল মনোনীত ২৩০ আসনে মনোনীত প্রার্থীদের চিঠি দেয়া হচ্ছে অনানুষ্ঠানিভাবে।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৩০০ আসনের মধ্যে আজ ২৩০টির মত আসনে আওয়ামী লীগের মনোনীতদের চিঠি দেওয়া হচ্ছে। আগামীকাল বিকাল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে মহাজোটের শরিকদের নিয়ে একযোগে সব আসনের প্রার্থী ঘোষণা দেওয়া হবে।
টাঙ্গাইলের (ঢাকা বিভাগ)আটটি আসনে যারা নৌকার টিকেট পেয়েছেন তারা হলেন:
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) ড. অাব্দুর রাজ্জ্বাক ভোলা, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ (সদর) ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) অাহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) একাব্বর হোসেন, টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য টাঙ্গাইলের ৮টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেন অনন্ত ৭৪ প্রার্থী। এরমধ্যে টাঙ্গাইল-১ আসনে ৪ জন, টাঙ্গাইল-২ আসনে ১৭ জন, টাঙ্গাইল-৩ আসনে ১১ জন, টাঙ্গাইল-৪ আসনে ৫ জন, টাঙ্গাইল-৫ আসনে ৭ জন, টাঙ্গাইল-৬ আসনে ১৩ জন, টাঙ্গাইল-৭ আসনে ৬ জন ও টাঙ্গাইল-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেন ১১ জন।