দক্ষিণ পূর্ব তুরস্কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি ঘটেছে সড়ক দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানোর সময়, অন্যটি বাসচাপায়। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫১ জন।প্রথম দুর্ঘটনা ঘটে স্থানীয় সময় শনিবার (২০ আগস্ট) সকালে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ান্তেপে।
আর দ্বিতীয় দুর্ঘটনা ঘটে এর কয়েক ঘণ্টা পর সেখান থেকে ২৫০ কিলোমিটার দূরের শহর মারদিনে।দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ গাজিয়ান্তেপ থেকে আঞ্চলিক গভর্নর দাভুত গুল বলেন, পূর্বের দুর্ঘটনাস্থলে একটি বাস বিধ্বস্ত হলে জরুরি কর্মী ও সাংবাদিকসহ ১৬ জন মারা যান। আরও ২০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।