যশোরের বেনাপোলে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৪ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার যশোরের বেনাপোলে সাঁড়াশি অভিযানে রবিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন স্থান থেকে মামলার ওয়ারেন্টভুক্ত ১৩ আসামী গ্রেফতার পাশাপাশি শরিফুল ইসলাম (২৪) কে ২৫ বোতল ফেন্সিডিল সহ ছোটআচড়া সোহাগ স্টোরের সামনে হতে সকাল ৭ঃ৪০ মিনিটে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ছোট আঁচড়া গ্রামের রাজ্জাক এর ছেলে শরিফুল ইসলাম, শিকড়ী গ্রামের ইউনুচ আলীর ছেলে মোঃ আনোয়ার ওরফে আনার, দক্ষিন বারপোতা গ্রামের মুন্তাজ আলী মোড়লের ছেলে রিয়াজুল ইসলাম, মৃত- জাহান আলীর ছেলে ওহিদুজ্জামান, ভবারবেড় গ্রামের সোহেল রানার স্ত্রী অনন্যা, বারপোতা গ্রামের নওশের হোসেনের ছেলে নেওয়াজ শরীফ।