ম্যাজিস্ট্রেট-এর ক্ষমতা বেশি নাকি সচিবের ক্ষমতা বেশি? ম্যাজিস্ট্রেট বলতে আমি ধরে নিলাম আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট বুঝিয়েছেন। সেই আলোকে বলছি।নির্বাহী ম্যাজিস্ট্রেট হলো সহকারি সচিব বা সিনিয়র সহকারি সচিব পদমর্যাদার পোস্ট। একদম এন্ট্রি লেভেলের। বিসিএস প্রশাসন ক্যাডারে যেদিন থেকে সহকারি সচিব বা সহকারি কমিশনার হিসেবে কারো নিয়োগ শুরু হয় সেদিন থেকেই তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়।
অপরদিকে সচিব হলো এই ক্যাডারের সর্বোচ্চ পদ। চাকুরীর শেষ দিকে কেউ কেউ সচিব হন বা কেউ তার আগেই অবসরে চলে যান।এখন আপনিই বলুন কার ক্ষমতা বেশি।
ম্যাজিস্ট্রেট-এর ক্ষমতা বেশি নাকি সচিবের ক্ষমতা বেশি? যদিও সরকারি চাকরিতে ক্ষমতা বলে কিছু হয়না। যেটা আছে সেটা হলো দায়িত্ব বা Responsibility. যে পদে দায়িত্ব যত বেশি সেই পদ ততটাই গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য।আর ম্যাজিস্ট্রেট বলতে যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুঝিয়ে থাকেন তবে সে আলোচনা ভিন্ন কথা।