চুয়াডাঙ্গায় মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। সূর্যের তাপে মানুষের পাশাপাশি পুড়ছে মাঠের ফসলও। শ্যালো মেশিন দিয়ে পানি দেয়ার পরও শুকিয়ে যাচ্ছে মাটি।
বুধবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় এ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস; সোমবার একই সময় ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান বলেন, টানা তাপপ্রবাহ অব্যাহত রয়েছে জেলায়। প্রতিদিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে চুয়াডাঙ্গায়। এ তাপমাত্রা আরও বাড়বে।
এদিকে তাপপ্রবাহের কারণে মাঠের ক্ষেত ও ফসল শুকিয়ে যাচ্ছে। পানি দিয়েও ফসল বাঁচিয়ে রাখা কঠিন হচ্ছে। দ্রুত সময়ে মাটির পানি শুকিয়ে যাচ্ছে। ফসল উৎপাদন ব্যাহত হবে অতি খরার কারণে। গরমের কারণে শহরে মানুষের চলাচল অনেক কম।