জঙ্গি, সন্ত্রাস, ইসলামের অপব্যাখ্যা দিয়ে নানা ধরনের অপরাধ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে চুয়াডাঙ্গায় দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাইনের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, উগ্রবাদ প্রতিরোধে সমাজের সব পেশার মানুষকে এক হতে হবে। প্রশাসন সর্বদা মানুষের জন্য কাজ করছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ সম্ভব। এগুলো ব্যাধিতে পরিণত হয়েছে। এ ধরনের সেমিনার থেকে শিক্ষা নিয়ে সমাজে ছড়িয়ে দিতে হবে। মানুষের মাঝে সামাজিকতা সৃষ্টি করতে হবে। পুলিশের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়, সম্মিলিত কাজ করলে উগ্রবাদ প্রতিরোধ সম্ভব।
উগ্রবাদ প্রতিরোধবিষয়ক দিনব্যাপী সেমিনারে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রফেসর ড. একেএম সাইফুর রশীদ, সরকারি মহিলা কলেজের প্রফেসর মো. আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেকের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।