মাহমুদুল হাসার:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের যমুনা নদীর চরাঞ্চলে গত ২৬ নভেম্বর সোমবার দিবাগত সন্ধারাতে গোবিন্দপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে।গরুর গোয়াল ঘরে কয়েলের দেয়া হয়েছিলো,সেই কয়েলের আগুন থেকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে পাশে নুরুসালাম এবং লালচাঁনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় আগুনে ২টি ঘর ও ৪টি গরু, ৬টি ছাগল পুড়ে মারা যায় এবং ঘরের বিভিন্ন মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। এতে অন্তত ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকান্ডের বিষয়ে গাবসারা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনির জানান, আগুনের বিষয়টি খুবই দুঃখ্যজনক। সরকারি অনুদানের প্রয়োজনীয় ব্যবস্থা অগ্রগতির জন্য আমি তৎপর।
পুড়ে যাওয়া বাড়ীর মালিক নুরুসালাম ও লালচাঁন জানান, আমাদের অনেক টাকার ৪টি গরু, ৬টি ছাগল আগুনে পুড়ে গেছে এবং ২টি ঘরসহ অনেক মালামাল পুড়ে অন্তত ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্থ্য হয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আর্থিক সাহায্যে কামনা করছি।