ইসরায়েলে আটকা পড়েছেন অভিনেত্রী নুসরাত হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে ইসরায়েলে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। কিন্তু সম্প্রতি সে দেশে হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাস। হামলার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার টিম, পরিবার ও ভক্তরা। জানা গেছে, ইসরায়েলে আটকা পড়েছেন এই বলিউড অভিনেত্রী। খবর ইন্ডিয়া টুডের।
অভিনেত্রীর টিম জানিয়েছে, নুসরাতের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘দুর্ভাগ্যবশত নুসরাত ইসরায়েলে আটকে পড়েছেন। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সেখানে গিয়েছিলেন তিনি। শনিবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শেষবার তার সঙ্গে যোগাযোগ করা হয় । তখন একটি বেসমেন্টে নিরাপদ অবস্থানে ছিলেন তিনি। তারপর থেকে আর সংযোগ পাওয়া যাচ্ছে না। তাকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
শনিবার সকালে দক্ষিণ ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চলে হামলা চালায় হামাস। প্রথম দফায় ৫,০০০টি রকেট ছোড়া হয় বলে দাবি করে হামাস। একপর্যয়ে ইসরায়েলে ঢুকে পড়ে হামাস বাহিনীর সদস্যরা। হামাস পক্ষ থেকে জানানো হয়েছে আমরা কয়েক ইসরাইলের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বন্দী করেছি, তাই আরও উদ্বেগ বাড়ছে অভিনেত্রী নুসরাতের পরিবারের।