ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনটি ক্রমশ ডালপালা ছড়াচ্ছে। গত ১ নভেম্বর নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী। দিন দিন নাকি বচ্চনদের সঙ্গে দূরত্ব বাড়ছে ঐশ্বরিয়া রাই বচ্চনের। যদিও ননদের ছেলে অগস্ত্যের ছবি ‘দি আর্চিজ়’-এর প্রিমিয়ারে গোটা বচ্চন পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে।
কিন্তু তার দিন কয়েকের মধ্যেই পুত্রবধূ ঐশ্বরিয়াকে নাকি সামাজিক মাধ্যমে আনফলো করে দিয়েছেন অমিতাভ বচ্চন। স্বাভাবিকভাবেই জল্পনা— তবে কি বচ্চন পরিবারের দরজা ঐশ্বরিয়ার জন্য বন্ধ হওয়ার উপক্রম?
এর মাঝেই এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন বিগ বি। এক্স-এর দেয়ালে চশমা চোখে নিজের একটা সাদাকালো ছবি পোস্ট করেন অমিতাভ। সেখানে বেশ গভীর চিন্তায় মগ্ন তিনি। ক্যাপশনে লেখেন— ‘সব বলা হয়ে গেছে, সব কাজ শেষ… তা হলে চলুন কাজ সম্পন্ন করুন, যা করার করে ফেলুন…’।
অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় মাত্র ৭৪ জনকে ফলো করেন। বিগ বির এই ফলো করা ব্যক্তিদের তালিকায় আছেন সালমান খান, অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকান, আলিয়া ভাট, বিরাট কোহলি, শ্বেতা বচ্চন নন্দা, নব্যা নভেলি নন্দা প্রমুখ। জয়া ইনস্টায় নেই। সুতরাং বচ্চন পরিবারের একমাত্র ঐশ্বরিয়াকেই ফলো করেন না অমিতাভ। অন্যদিকে ঐশ্বরিয়া রাই বচ্চন মাত্র একজনকেই সোশ্যাল মিডিয়ায় ফলো করেন, তিনি তার স্বামী অভিষেক বচ্চন।
২০০৭ সালে অভিষেককে বিয়ে করেন ঐশ্বরিয়া। বিয়ের পর থেকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে এক বাড়িতেই সংসার করেছেন তিনি। দেখতে দেখতে ১৬ বছরের দাম্পত্য কাটিয়ে ফেলেছেন তারা।