রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে দিনদুপুরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর ২টা ৩৪ মিনিটে বাসটিতে আগুন দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি টেলিফোনে যুগান্তরকে বলেন, শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে এয়ারপোর্ট টু বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহণের একটি বাসে দুপুর ২টা ৩৪ মিনিটে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ২টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের টিম।
পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় ২০ মিনিট প্রচেষ্টা চালিয়ে বেলা ৩ টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে আজ সকালে পুরান ঢাকায় একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ধানমন্ডিতেও একটি বাসে আগুন দেওয়া হয় সকালে।