মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
গোপালপুর-ভূঞাপুর (টাঙ্গাইল-২) আসনে আজ শনিবার সন্ধ্যায় গোপালপুর পৌর শহরে
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তানভীর হাসান (ছোট মনির) এর মনোনয়ন বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক এতে নেতৃত্ব দেন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দীন,আওয়ামীলীগ নেতা রোজাউল করিম,ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই,বিআরডিবির সাবেক চেয়ারম্যান।ভূঞাপুরেও বিক্ষোভ মিছিল করেছে ছোট মনির সমর্থকরা।
টাঙ্গাইল-২ এর সরকার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দুই প্রার্থীকে নিয়ে বেকায়দায় পড়েছেন।গত ১৮ নভেম্বর দলীয় মনোনয়ন নিয়ে এলাকায় আসেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির। তিনি এলাকায় ব্যাপকহারে গণসংযোগ করেন। দলীয় কর্মী সমর্থকদের বড় একটি অংশকে তিনি ঐক্যবদ্ধ করেন। ভেদাভেদ ভুলে অধিকাংশ কর্মীরা তার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দীর্ঘ দিনের কোন্দলের অবসান ঘটে।বুধবার সকালে রিটার্নিং অফিসার ও টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন দাখিলের পর তিনি গোপালপুর আসেন এবং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার বিকাশ বিশ্বাসের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
একই দিন দুপুরে স্থানীয় সাংসদ খন্দকার আসাদুজ্জামানের পুত্র খন্দকার মশিউজ্জামান রোমেলও টাঙ্গাইল রিটার্নিং অফিসে দলীয় মনোনয়ন জমা দিয়ে রাতে গোপালপুর এসে দলীয় কার্যালয়ে বসেন। ফলে দলীয় নেতাকর্মীদের নিয়ে শুরু হয় পুণরায় টানাটানি ও বিষোদগার।সমস্যায় পরে যায় সরকার দলীয় নেতাকর্মীরা।
তানভীর হাসান ছোট মনির মনোনয়ন বহাল রাখার দাবিতে দলীয় নেতাকর্মীরা প্রত্যেক দিন গোপালপুর পৌর শহরসহ বিভিন্ন স্থানে এবং ভূঞাপুরে মিছিল ও সমাবেশ করে এমপি পুত্র মশিউজ্জামান রোমেলের মনোনয়ন বাতিলের দাবি করছেন।