
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইল সদরে আজ মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইল শহরের পার্ক বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের নেতৃত্বে অবৈধ এসব দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার এ বিষয়ে বলেন, সরকারের নির্দেশক্রমে টাঙ্গাইলের পার্ক বাজারে যেসব অবৈধ দোকানপাট রয়েছে, তাদের আমরা ৪ থেকে ৫ বার লিগ্যাল নোটিশ দিয়েছি। নোটিশ দেওয়ার পরেও তারা তাদের দোকানগুলো অন্যত্র সরিয়ে নিয়ে যায়নি।এ জন্য এ অভিযান।অভিযান চালিয়ে সেখানে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।