টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা বোয়ালি মধ্যপাড়া এলাকায় নার্গিস (২৫) নামের এক গৃহবধূ নিজ ঘরে মর্মান্তিকভাবে খুন হন।এ ঘটনায় জড়িত ওই গৃহবধূর স্বামী ও স্বামীর সহযোগীকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, স্বামী হারুনুর রশিদ (৪০) এবং তার সহযোগী সোহেল রানা (২২)।বুধবার (৫ ডিসেম্বর) সন্ধায় এই ঘটনা ঘটে।
পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের দেওয়া তথ্য মতে আজ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নদী থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং রক্তমাখা কাপড়-চোপড় উদ্ধার করা হয়।নার্গিসকে ঘুমের ওষুধ খাইয়ে গলা কেটে হত্যা করে।
মধুপুর সার্কেলের সিনিয়র এসপি কামরান হোসেন এ ব্যাপারে বলেন, তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক ও মীমাংসা হয়েছে। এই কলহের জের ধরে সে হত্যাকাণ্ড ঘটিয়েছে।এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের টাঙ্গাইল আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।