
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের জাপা’র প্রার্থী রেজাউল ইসলাম ভূইঁয়া আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী এলাকা সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামে প্রচারণায় অংশ নেন।
এসময় তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) এর সাথে সৌজন্য সাক্ষাত করে দোয়া চান। তাছাড়া তার নির্বাচনী প্রতীক লাঙ্গলকে বিজয়ী করতে শিউলি আজাদের সহযোগিতাও চান রেজাউল ইসলাম। এসময় নেতাকর্মী ও সমর্থক সহ রেজাউলের শ্বশুরবাড়ির নিকট আত্মীয় কয়েকজন তার সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, জাপা নেতা রেজাউল ইসলাম সরাইলের জামাই। তিনি শ্বশুরবাড়ি এলাকার নির্বাচনী আসন থেকে লাঙ্গল প্রতীকে এমপি নির্বাচন করছেন।