ঈশাত জামান মুন্না,লালমনিরহাট জেলা প্রতিনিধি:
জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ৫০ বোতল ফেন্সিডিল ও একটি মটরবাইকসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই বাদল কুমার তার টিম সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আজ ১৪/১২/১৮ তারিখ সকালে ৫০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যাবসায়ী,আদিতমারী থানাধীন ভেলাবাড়ী ইউনিয়ন এর অহর উদ্দীন এর পুত্র এনামুল হক (৩৬) কে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে আজকে সকালবেলা বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মাদকব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে।তিনি আরো জানান আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এ মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।