ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনয়ের পাশাপাশি ইতোমধ্যে ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে নতুন লুকে হাজির হন এ সুপারস্টার।
‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ এর অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে চিত্রনায়িকা পূজা চেরিকে। ‘গলুই’ সিনেমার পর তাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। অনেকেই বলেছেন, র্যাম্পের মঞ্চে শাকিব খানের সঙ্গে পূজার সম্পর্ক স্বাভাবিক হয়েছে।
ঢাকাই সিনেমার শীর্ষ আরও দুই নায়িকা মিম ও পরীমনিও একই মঞ্চে র্যাম্পে হেঁটেছেন। এ ছাড়া একটি ভিডিওতে তাদের দুজনকে কথা বলতে দেখা গেছে।
এ ছাড়া ‘পরাণ’ সিনেমা মুক্তির পর নায়ক শরীফুল রাজকে ঘিরে এ দুই নায়িকার মধ্যে দূরত্ব হয়েছিল, যা মিটে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এবারের ঢাকা ফ্যাশন ডে-২০২৪ -এর মূল স্পন্সর ছিল হারল্যান নিউইয়র্ক।