মোঃ তাজুল ইসলাম মিয়াজী: ওমান প্রতিনিধি
ওমান এক নারী পাচারকারী ও তার ২ সঙ্গী আটক করেছে, আশে পাশে থাকা বাংলাদেশীরা,
জানা যায় এই দালাল চক্র বাংলাদেশ গরীব দুখী অসহায় পরিবার কে লোভ দেখিয়ে নিয়ে আসে বিদেশের মাটিতে,
ভালো বেতনে কাজ দিবে বলে,
কি কাজ জানতে চাইলে বলে, বলে হাসপাতাল কিন বা ওমানিদের বাসায়,
এই বলে আনা হয়, এবং আনার পর তাদের কে দিয়ে অসামাজিক কাজ করা হয়।
জানা যায় এই নারীকে হাসপাতালের নার্স এর কাজ দিবে বলে আনাহয়, এতে তাকে কোন কাজ না দিয়ে তাকে বাসায় ৬ আটক রেখে তাকে দিয়ে অবৈধ ও অসামাজিক কাজ করানো হয়, এতে আশে পাশে লোকজন দীর্ঘদিন চেষ্টারপর এই দালাল চক্র কে হাতে নাতে ধরে।
এই বিষয় ঐ মহিলার সাথে কথা বলে জানা যায় তাকে রুমে বাহিরে যেতে দিতনা এমন কি তাকে রুমে তালা বন্ধ করে রাখতো, আর বিভিন্ন হুম কি ধমকি দিয়ে তাকে দিয়ে অসামাজিক কাজ করাতো, তাকে অনেক কষ্টের মাঝে রেখেছে বলে যানান।
আশে পাশে বাংলাদেশিরা জানান কিছু অসাধু বাংলাদেশীরর কারনে আজ বিদেশের মাটিতে সব বাংলাদেশীরই দোষী। তারা আরো জানান দেশে কোন নারী যদি ভিক্ষে করে খায় তাও ভালো, তবে যেনো বিদেশের মাটিতে পা না দেয় বলে জানান তারা।