
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বলরামপুর উচ্চবিদ্যালয়টি ১৯৪৭ ইং সালে খাজা আব্দুল বারি আল্লাওয়ালা হাই ইস্কু নামে পূর্ব পুরুষরা এটি নিজ হাতে গড়ে।সিরাজশহর নামে স্থাপিত হওয়ার পর নানা জটিলতা ও অন্যান্য বিবিধ সমস্যার সম্মুখিন হয়ে অস্কুরেই থেমে যায়।পরবর্তীতে অএ এলাকার বিদ্যানুরাগী ও হিতৈষী ব্যক্তিবর্গের নিপুণ হাতের স্পর্শে ১৯৬৮ ইং সালে বিদ্যালয়টি বলরামপুর উচ্চ বিদ্যালয় নামে পূর্ণ স্থাপিত হয়।১৯৬৮ ইং সালে স্থাপিত হওয়ার পর থেকে অত্যন্ত দক্ষ ও সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালনা হয়ে আসছে।বিস্তার করছে অএ এলাকায় শিক্ষার আলো।তৈরি করেছে ডাক্টার,মেডিকেল অফিসার,ইন্জিনিয়ার,
বিজ্ঞানী,সরকারি-আধা সরকারি রাজনীতিবিদ সহ অগনিত সমাজ হিতৈষী ব্যক্তি বর্গ।১৯৬৮ ইং সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভের পর থেকে নানান চড়াই,উৎড়াই অতিক্রম করে হাটি হাটি পা পায়ে অতিক্রম করছে ৫০ (পঞ্চাশ) বছর।বিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন ৫০ (পঞ্চাশ) বছর পুর্তি উদৃযাপনের।
৫০ বছর পূর্তি মহা মিলন মেলা/সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদৃযাপীত হয়।আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।খব সুন্দর সার্থক ও ঐতিহাসিক সফল সমাপ্ত হয়েছে এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।মিলন মেলার উদৃযাপন পরিষদের চেয়ারম্যান,মহাসচিব,ও প্রধান সম্ময়কারীর অক্লান্ত পরিশ্রম করে ইতিহাস রচনা করছেন,জয় হউক আপনাদের,আপনারাই পারবেন।
অনুষ্ঠানে মো: আব্দুল হালিম মিঞার সভাপতিত্বে,বক্তব্য দেন বিদ্যালয়ের প্রবীন ছাএ,টাঙ্গাইল-২ এর এমপি পার্থী তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই গোলাম কিবরিয়া বড় মনির,ভূঞাপুর উপজেলা ভাইস চ্যেয়ারম্যান শাহীনুজ্জামান তরফদার বাদল,পৌর কাউন্সিলর ছাওার কমিশনার,ফলদা উ:পি চ্যেয়ারম্যান দুদু প্রমুখ।