মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
আওয়ামীলীগের বহিস্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল জেলা রির্টারনিং অফিসার ও জেলা প্রশসক কার্যালয়ের সামনে অনশন করে অবস্থান কর্মসুচি পালন করায় কালিহাতি উপজেলার এলাঙ্গায় আওয়ামীলীগ প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীর সমর্থকরা প্রতিবাদ সভা কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে।
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গায় আজ সকালে প্রতিবাদ সভা, লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ প্রার্থী সোহেল হাজারীর সমর্থকরা।
মিছিলটি এলেঙ্গা বাসস্টান থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে পূনরায় এলেঙ্গা বাসস্টান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। মিছিল শেষে লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকা দাহ এবং তাকে কালিহাতি থেকে অবাঞ্চিত ঘোশনা করে।
তারপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা লতিফ সিদ্দিকীর প্রচারনা বন্ধের হুশিয়ারী দিয়েছেন অন্যথায় প্রত্যেক যায়গায় তার নেতা কর্মিদের প্রতিহত করার হুশিয়ারী দিয়েছেন।
লতিফ সিদ্দিকীর সমর্থকরা এলেঙ্গা বাসস্টান্ডে অবস্থান নেয়ার চেষ্টা সেখানে উত্তেজনা বিড়াজ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
জানাযায়,গতকাল দুপুরে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কালিহাতি উপজেলায় সরাতৈল নামক স্থানে তার নির্বাচনি প্রচারনায় গেলে সেখানে লতিফ সিদ্দিকীর চারটি গাড়ি ভাংচুর করে বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারীর সমর্থকরা। এসময় ১০/১৫ জন আহত হয়।পরে লতিফ সিদ্দিকী এঘটনার প্রতিবাদে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনশন করে অবস্থান ধর্মঘট করে। বর্তমানে সেখানে অবস্থান করছেন তিনি।