মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
আসন্ন একাদশ জাতীয সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী পীরজাদা শফিউল্লাহ আল মুনির।তিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতিকে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নির্বাচনী এলাকায় ব্যপক সারা জাগিয়েছেন।নির্বাচনী লিফলেট বিলি, ভোট প্রার্থনা ও মিছিল-সমাবশের মাধ্যমে প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছেন।বৃদ্ধ, নারী-পুরুষ থেকে শুরু করে নবীন ও যুবকরাও আনন্দ-উৎসবের মাধ্যমে লাঙ্গলের মিছিলে যুক্ত হচ্ছেন।
লাঙ্গল প্রতিকের কারনেই সদর আসনের নির্বাচন জমে উঠেছে। ভোর থেকে শুরু করে রাত-দিন লাঙ্গল প্রতিকের প্রার্থী ভোটারের দ্বারে দ্বারে গিয়ে দোয়া, সমর্থন ও ভোট চাচ্ছেন।প্রতিদিন দিন নির্বাচনীর এলাকার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড সহ পাড়া-মহল্লার অলি-গলির ব্যবসা প্রতিষ্ঠানে লাঙ্গল প্রতিকের আলোচনা সর্বত্র।
নির্বাচনী মিছিল, মাইর্কিং প্রচার ও জনসভা বিভিন্ন সময় ব্যাতিক্রম ভাবে করছেন লাঙ্গল প্রতিকের কর্মীরা। যার কারনে ভোটাররা সহজেই লাঙ্গলের প্রার্থীকে চিনতে ও বুঝতে এবং মনে রাখতে পারছেন।প্রতিটি ভোটারের কাছে লাঙ্গল প্রতিকের প্রার্থী পীরজাদা শফিউল্লাহ আল মুনির পূর্ব থেকেই পরিচিতি থাকলেও বর্তমানে তিনি জনসেবক হিসেবে ভোটারদের একেবারে কাছে চলে গেছেন।ভোটারদের সমর্থন নিয়ে সামনে গিয়ে এগিয়ে যেতে চান তিনি।
নির্বাচনী এলাকার মহিলারা নিজ উদ্যোগে লাঙ্গল প্রতিক নিয়ে বিশাল-বিশাল মিছিল নিয়ে প্রচার-প্রচারনা চালাচ্ছেন। একই সাথে প্রার্থীর পক্ষে বাড়ী বাড়ী গিয়ে প্রতিক সম্বলিত লিফলেট বিলি করে ভোট প্রার্থনা করছেন।দীর্ঘ দিন হাতছাড়া হওয়া এ আসনটি জাতীয় পার্টিকে ফিরিয়ে দিতে ভোটারদের সকল সমস্যায় নিজেকে নিয়োজিত রাখছেন পীরজাদা শফিউল্লাহ আল মনির।
পীরজাদা শফিউল্লাহ আল মুনির জাতীয় পার্টির তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য এবং টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহবায়ক।তাকে মনোনয়ন দেয়ায় টাঙ্গাইল-৫ আসনের নতুন যুগের নব সূচনার সৃষ্টি হয়েছে। কর্মী ও সমর্থকদের আনন্দ উৎসব বিরাজ করছে।লাঙ্গলে লাঙ্গলে মূখরীত টাঙ্গাইল।নির্বাচনে বিজয়ী করতে প্রতিটি পাড়া-মহল্লার ব্যবসা প্রতিষ্ঠানে আলোচনায় রয়েছে ভোটাররা।
পীরজাদা সুদীর্ঘ দশ বছর যাবৎ নিজ উদ্যোগে গরীব-দূঃখী, অসহায় ও দুস্থ এবং বন্যাকবলীত বানভাসী মানুষের আবাসস্থল ও আর্থিক সহযোগিতা করে আসছেন।বিভিন্ন ধর্মীও প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক, সামাজিক সহ নানা সমাজসেবা মূলক প্রতিষ্ঠানের আর্থিকভাবে সহযোগিতা করেছেন।সকল ক্ষেত্রে জনগণের পাশে থেকেছেন। তাদের সকল সমস্যা সমাধানের চেষ্টায় নিজেকে নিয়োজিত করেছেন।তিনিই একমাত্র ব্যাক্তি যার কাছে ভিক্ষুক থেকে শুরু করে সকল পর্যায়ের সাধারণ মানুষ গিয়ে সরাসরি তাদের সমস্যা তুলে ধরতে পারেন এবং সহযোগী চাইতে পারেন।
পীরজাদা শফিউল্লাহ আল মনির সদর আসনের জনগণের জীবনমান উন্নয়ন সহ ও এ আসনের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণে নিজেকে নিয়োজিত রাখতে বদ্ধপরিকর।সব সময় জনকল্যাণে নিজেকে নিয়োজিত করতে পেরে আনন্দিত বোধ করেন।এ জন্য ভোটারদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।তাকে লাঙ্গগ মার্কায় ভোট দিতে বলছেন।
পীরজাদা শফিউল্লাহ আল মুনির জানান, আলহামদুলিল্লাহ, আমাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দেয়ার জন্য জাতীয় পাটির্র চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ এবং কেন্দ্রীয় নেতা-কর্মী সহ আমার সাথের সব কর্মীকে অশেষ ধন্যবাদ। জনগণই আমার শক্তি, জনগণই আমার সাহস, জনগণই আমার উৎসাহ, আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমি জনগণকে সাথে নিয়ে নির্বাচনে এগিয়ে যাচ্ছি।জনগণ আমার পাশে সাবক্ষনিক রয়েছে। ভোটাদের মাঝে শুধুই একটাই প্রতিক সেটা হলো লাঙ্গল।অবৎসই লাঙ্গলের জয় হবে।