
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালপুর-ভূঞাপুর (টাঙ্গাইল-২) আসনের আওয়ামীলীগের এমপি প্রার্থী তানভীর হাসান ছোট মনিকে জয়ী করতে একাত্মতা ঘোষণা করেছেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের সাবেক দুই ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন ও ইকরাম উদ্দিন তারা মৃধা।
আজ শুক্রবার বিকালে গোবিন্দাসী বাজারে এক পথসভায় এক মঞ্চে উঠে নৌকাকে জয়ী করতে নেতাকর্মীদের আহ্বান জানান তারা। পরে একটি লগি-বৈঠা মিছিল বের করা হয়। মিছিলটি গোবিন্দাসী টিরোড হয়ে বাজার প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন, গোবিন্দাসী বাজার বনিক সমিতির সভাপতি ছরোয়ার হোসেন আকন্দ, সাবেক সভাপতি মকবুল হোসেন, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক. সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ ব্যাপারী, গোবিন্দাসী ইউনিয়ন ট্রাক সমিতির সম্পাদক ফজল ওরফে ফজল সেক্রেটারী,আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম,ছাত্রলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক আকন্দ।