রোজিনা জান্নাত, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের মহাজোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার পক্ষে নির্বাচনী মাঠে প্রচারণা চালাতে শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের একটি টিম সরাইলে এসেছেন। ভোটের দিন পর্যন্ত তারা এই নির্বাচনী মাঠে থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের অভ্যর্থনা জানান, স্থানীয় ছাত্রলীগের নেতা সহ ছাত্রলীগের সাবেক সিনিয়র কয়েকজন নেতা। সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা এই আসনের মহাজোট মনোনীত প্রার্থী সাংসদ জিয়াউল হক মৃধার সাথে তার বাসভবনে সাক্ষাত করেন।
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইফতেখার আহমেদ চৌধুরী সজীব (সাবেক পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ) এর নেতৃত্বে ১৩ সদস্যের এই টিমে রয়েছেন – সাইফুল ইসলাম ঠাকুর রাব্বী (সাবেক কার্য নির্বাহী সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ), মোঃ আরিফুল ইসলাম (সহ-সভাপতি, এস.এম হল ছাত্রলীগ, ঢাবি), মো: শাহেদ আল মাহমুদ (যুগ্ম-সাধারন সম্পাদক, বঙ্গবন্ধু হল ছাত্রলীগ, ঢাবি), ইফরাত জাহান ইতি (যুগ্ম-আহ্ববায়ক, ইডেন কলেজ ছাত্রলীগ), সিয়াম আহমেদ (সাংগঠনিক সম্পাদক, সরকারী তিতুমির কলেজ), জাকারিয়া হক শাকিল (আপ্পায়ন বিষয়ক সম্পাদক, মহসীন হল ছাত্রলীগ, ঢাবি ), কে এম শরীফুল আলম (সাধারণ সম্পাদক, ম্যানেজম্যান ও ইনফরমেশন বিভাগ, ঢাবি), এম. রুবেল, শেখ মোহাম্মদ আনোয়ার (সহ-সম্পাদক, বাংলা কলেজ) জুবায়ের আহমেদ ছাফির (সদস্য, বঙ্গবন্ধু হল, ঢাবি ), মেহেদী হাসান আকরাম ও মো: মিঠু আহমেদ (সহ-সম্পাদক, ঢাকা মহানগর উত্তর)।