
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসনের গলাচিপা উপজেলা পরিষদের মিলনায়তন থেকে নির্বাচনী সামগ্রী সংগ্রহ সম্পন করছেন প্রিজাইডিং অফিসার। প্রয়োজনীয় সামগ্রী ও পুলিশ আনসার-ভিডিপিসহ ৩৫জন সদস্য নিয়ে ভোট গ্রহনের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা জানান চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে দায়িত্ব প্রাপ্ত অফিসার জাকির হোসেন। তিনি আরও জানান, ঐ কেন্দ্রে ৩২০০ ভোটার রয়েছে। ভোট কক্ষের সংখ্যা ৭টি। নির্বাচন রবিবার সকাল ৮টায় থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে ৪টা পর্যন্ত চলবে।
জানা গেছে গলাচিপা উপজেলা মোট কেন্দ্র রয়েছে ৭৮টি। এ আসনে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ¦ীতা করছেন। তারা হলেনঃ আওয়ামীলীগের(নৌকা) প্রার্থী এস এম শাহজাদা, বিএনপি(ধানের শীষ) গোলাম মাওলা রনি, জাতীয় পার্টির(লাঙ্গল) মাওঃ হাফেজ সাইফুল ইসলাম ও ইসলামী আন্দোলনের(হাতপাখা) ডাক্তার মোঃ কামাল খান।